জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শহীদ তাজউদ্দিন আহমদ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ভোটগ্রহণ বন্ধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনিয়ম-কারচুপির অভিযোগ করলে ভোটগ্রহণ কন্ধ করে দেন দুই হলে। এ সময় হল প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটি হতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্যালট পেপারে একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে খুব সহজে ভোট কারচুপি করা যাবে। এছাড়াও ভোটারদের হাতে ভোট দেয়ার পর অমোচনীয় কালিও দেয়া হচ্ছে না।