নিজেকে গাজার শাসনব্যবস্থার প্রধান করে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা

ছবি: সংগৃহীত ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উপস্থিত থেকে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ ও সব জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে গাজার শাসনব্যবস্থা গঠনের মতো বিষয়ও, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এ প্রস্তা ঘোষণার সময় তিনি বলেন, এই পরিকল্পনা কার্যকর হলে গাজায় যুদ্ধ অবসান ঘটবে এবং ইসরায়েলি সেনারা নির্ধারিত অবস্থানে ফিরে যাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ট্রাম্প জানান, এই পরিকল্পনাটি আঞ্চলিক মিত্রদের সঙ্গে ব্যাপক পরামর্শের পর তৈরি করা হয়েছে। বলেন ট্রাম্প, ‘আজ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের শান্তির নীতি ঘোষণা করছি, যা মানুষ সত্যিই প্রশংসা করেছে। শুধু হামাসই এটি গ্রহণ করেনি।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে হামাসও ইতিবাচক উত্তর দেবে। না দিলে, যেমন তুমি জানো বিবি, তোমাম যা করা উচিত তা করার জন্য আমাদের পূর্ণ সমর্থন পাবে।’ মার্কিন প্রেসিডেন্ট মূলত নেতানিয়াহুকে বিবি বলে সম্বোধন করেছেন।

ইসরায়েল প্রায় দুই বছর ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যা বাইডেন ও ট্রাম্প প্রশাসনের পূর্ণ সামরিক ও কূটনৈতিক সমর্থন পেয়েছে। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ছয়বার ভেটো দিয়ে আটকে দিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব।

ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা উপত্যকা ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট এবং ছড়িয়ে পড়েছে রোগব্যাধি।

কী আছে ট্রাম্পের ২০ দফায়

ট্রাম্প প্রশাসনের প্রকাশিত পরিকল্পনায় গাজাকে “সন্ত্রাসমুক্ত একটি ডি-র‍্যাডিকালাইজড জোনে” পরিণত করার কথা বলা হয়েছে, যেখানে প্রতিবেশী দেশের জন্য কোনো হুমকি থাকবে না। একইসঙ্গে গাজার জনগণের কল্যাণে পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, উভয় পক্ষ প্রস্তাবে সম্মত হলে যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হবে। ইসরায়েলি সেনারা নির্ধারিত অবস্থানে ফিরে যাবে এবং সামরিক অভিযান স্থগিত থাকবে। ইসরায়েল পরিকল্পনা গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মি, জীবিত ও মৃত, ফেরত পাওয়ার কথা বলা হয়েছে।

জিম্মি ফেরতের পর ইসরায়েল ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দী এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক ১৭০০ গাজাবাসীকে মুক্তি দেবে। প্রতিটি ইসরায়েলি বন্দির মৃতদেহ ফেরতের বিনিময়ে ১৫ জন গাজাবাসীর মৃতদেহ হস্তান্তর করা হবে। হামাসের যেসব সদস্য অস্ত্র ত্যাগ করে শান্তিপূর্ণ সহাবস্থানে সম্মত হবে, তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা থাকবে। যারা গাজা ছাড়তে চায়, তাদের দেয়া হবে নিরাপদে তৃতীয় দেশে যাওয়ার সুযোগ।

চুক্তি গ্রহণের সঙ্গে সঙ্গেই জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং নিরপেক্ষ সংস্থার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠানো হবে। ১৯ জানুয়ারির চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে অবকাঠামো, হাসপাতাল, বেকারি পুনর্গঠন ও ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেয়া হবে।

ট্রাম্প বলেন, তার পরিকল্পনা অনুযায়ী গাজায় একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসনব্যবস্থা গঠন করা হবে, যার নাম হবে “বোর্ড অব পিস”। এই বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প নিজেই। এতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্য আন্তর্জাতিক নেতাদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, ‘আরব বিশ্বের নেতারা, ইসরায়েল এবং সংশ্লিষ্ট সবাই আমাকে এই বোর্ডের নেতৃত্ব দিতে বলেছেন। তাই এই বোর্ডের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রস্তাবনায় আরও বলা হয়, বোর্ড বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং ফিলিস্তিনি নাগরিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তুলবে। হামাস বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী বোর্ডে কিংবা গাজার প্রশাসনে কোনোভাবেই অংশ নিতে পারবে না।

ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার রুদ্ধদ্বার আলোচনার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধী।

ট্রাম্প আরও মন্তব্য করেন, ‘কয়েকটি দেশ বোকামি করে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, যেমন— আপনি জানেন, আমাদের কিছু ইউরোপীয় বন্ধু ও মিত্ররা। তারা ভালো মানুষ। কিন্তু আমার মনে হয়, তারা এটা করেছে মূলত দশকের পর দশক ধরে চলমান সংঘাত ও অচলাবস্থায় ক্লান্ত হয়ে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপ’

খাগড়াছড়ি ও গুইমারার পরিস্থিতি থমথমে, নিহতদের মরদেহ হস্তান্তর

নিজেকে গাজার শাসনব্যবস্থার প্রধান করে যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা

‘সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না’

দর্শনা সীমান্তে সোনার বারসহ নারী চোরাকারবারি আটক

স্কুল-কলেজে নতুন নিয়মে কর্মচারী নিয়োগের নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৩৫

জামায়াত আমিরের কার্যালয় থেকে সরানো হলো ‘নতুন লোগো’

যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ী হওয়ার নিয়ম কঠোর হচ্ছে

কাল সারাদেশে বন্ধ থাকবে জুয়েলারি প্রতিষ্ঠান

১০

ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

শান্তিপূর্ণ নির্বাচনের সহায়তা দিতে চায় ব্রিটেন

১২