অভিনেত্রী কিয়ানার মর্মান্তিক মৃত্যু

ছবি : সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করা অভিনেত্রী কিয়ানা আন্ডারউড মারা গেছেন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৩ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদন অনুযায়ী, কিয়ানার মৃত্যৃর ব্যাপারে শহরের ডেপুটি কমিশনার অফিসের পাবলিক ইনফরমেশনের একজন মুখপাত্র বলেন, ‘শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পিটকিন অ্যাভিনিউ এবং মাদার গ্যাস্টন বুলেভার্ডে রাস্তা পার হওয়ার সময় একটি ধূসর রঙের গাড়ি চাপা দেয় তাকে।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে বলা হয়েছে, ভুক্তভোগী নারীর মাথা ও শরীর থেঁতলে গিয়েছিল। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেছে ইএমএস। আর ঘটনাস্থল থেকে অজ্ঞাত চালক তাৎক্ষণিক পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্ট এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে। আর শুক্রবার বিকেল পর্যন্ত কর্তৃপক্ষ মৃত ব্যক্তির পরিচয় গোপন রেখেছিল। পরে অবশ্য পুলিশ অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

প্রসঙ্গত, আন্ডারউড কিডস নেটওয়ার্কের স্কেচ শো ‘অল দ্যাট’র ১০ম সিজনে ছিলেন অভিনেত্রী কিয়ানা।

এতে মূলত আমান্ডা বাইনস ও কেনান থম্পসনও অভিনয় করেছিলেন। আইএমডিবি অনুসারে, ২০০৪ ও ২০০৫ সালে সিরিজটিতে দেখা গেছে তাকে।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অ্যানিমেটেড শো ‘লিটল বিল’, যা বিল কসবি নির্মাণ করেছিলেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত চারটি সিজনে প্রচার হওয়া সিরিজটিতে ফিলিসিয়া রামাদ, গ্রেগরি হাইন্স, টাইলার জেমস উইলিয়ামস ও রুবি ডিও অভিনয় করেছিলেন।

১৯৯৯ সালে ‘দ্য 24 আওয়ার ওম্যান’ সিনেমার জন্য নির্বাচিত হন অভিনেত্রী কিয়ানা।

এতে রোজি পেরেজ, প্যাটি লুপোন ও ওয়েন্ডেল পিয়ার্স ছিলেন। ২০০১ সালে ‘সান্তা, বেবি’ সিনেমায় কণ্ঠ দিয়েছেন। এতে হাইন্সের পাশাপাশি প্যাটি লাবেল, ভেনেসা উইলিয়ামস ও আরর্থা কিটও ছিলেন। আর পেজ সিক্স অনুযায়ী হেয়ারস্প্রে’র প্রধান জাতীয় সফরে অভিনয়ের জর্ন্য নির্বাচন করা হয়েছিল কিয়ানাকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল

টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক

অভিনেত্রী কিয়ানার মর্মান্তিক মৃত্যু

জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই দুটি পত্রিকা অফিসে আগুন: নূরুল কবির

ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা : তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

গাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ রুবিও, ব্লেয়ারসহ যারা আছেন

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত দুই, আহত ১০

১০

জরুরি বৈঠকে বসেছে জামায়াত

১১

পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

১২