আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান ওইদিন দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতার সঙ্গে এ বিষয়ে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বৈঠক হয়। সেই বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের আগমনে শুভেচ্ছা কমিটির আহ্বান সালাহউদ্দিন আহমেদ, দলের সিনিয়র যুগ্মসচিব ও কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা প্রধান এবং মিডিয়া সেলের আহ্বায়ক।
দেশে ফেরার পর রাজধানী ৩০০ ফুটেও তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। এ কারণে সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে বৈঠক শেষে ৩০০ ফুট পরিদর্শনে যায় বিএনপির প্রতিনিধি দলটি।