দেশের পথে তারেক রহমান, সংবর্ধনার প্রস্তুতি সম্পন্ন

ছবি: সংগৃহীত ।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন সাজ সাজ রব। তাকে বরণ করে নিতে অতীতের সব রেকর্ড ভেঙে স্মরণকালের বৃহত্তম গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশের আগামীর নেতা হিসাবে এরিই মধ্যে উঠে এসেছে তারেক রহমানের নাম। তাই তাঁর আগমন উপলক্ষে রাজধানীর কুড়িলের ৩০০ ফিট এলাকায় ‘স্মরণকালের বৃহত্তম’ গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

তারেক রহমান বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার সাথে সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, এই সংবর্ধনায় অন্তত ৫০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য রয়েছে তাদের। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে জনসমুদ্রে পরিণত হবে ঢাকা। আমরা ৫০ লাখ মানুষের উপস্থিতি আশা করছি। নির্বাচনকে সামনে রেখে এটি বিএনপির জন্য বড় ধরনের শক্তি প্রদর্শনের মহড়া হতে যাচ্ছে। 

তারেক রহমানকে বরণ করতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামীকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০টি স্পেশাল ট্রেন চলবে। কক্সবাজার থেকে পঞ্চগড়, খুলনা থেকে রাজশাহী- সব এলাকা থেকেই নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, এই বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ সংযোজন থেকে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে।

বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানাবেন দলের শীর্ষ নেতারা। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। মায়ের দোয়া নিয়ে এরপর তিনি কুড়িলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সবশেষে তিনি গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের নিরাপত্তায় সরকার ও দলের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুলিশের বিশেষ পাহারার পাশাপাশি বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্স কাজ করবে। এছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে।

পুরো নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে থাকছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। অন্যদিকে, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানবন্দরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বেবিচক। পাশাপাশি যাত্রীদের আগেভাগে বিমানবন্দরের পথ ধরার অনুরোধ করেছে কর্তপক্ষ। 

২০০৭ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময় গ্রেপ্তার হওয়া এবং ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর এটিই তার প্রথম দেশে ফেরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের সরাসরি নেতৃত্বে আসা বিএনপির রাজনীতিতে এক বিশাল গুণগত পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পথে তারেক রহমান, সংবর্ধনার প্রস্তুতি সম্পন্ন

ইন্টারনেট শাটডাউন আজীবন নিষিদ্ধ ঘোষণা

ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ঋণখেলাপির দায়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

চুয়াডাঙ্গায় উদ্যোক্তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী মেলা

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

তারেক রহমানের ৩ দিনের কর্মসূচি জানালেন সালাহউদ্দিন

১০

গণঅধিকার ও গণসংহতিসহ শরিকদের জন্য আসন ছাড়লেন বিএনপি

১১

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

১২