ছবি তুলে সেইসব ছবি রেফারেন্স হিসেবে দেখিয়ে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করছে এমন সব ‘ভণ্ড ও প্রতারক’ থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্ট দিয়ে এই আহ্বান জানান তিনি।
পোস্টে সারজিস আলম বলেন, ‘দেখা হলে অনেকেই ছবি তুলতে চায়, খারাপ দেখায় বলে সবসময় ‘না’ বলা যায় না। কিন্তু কিছু থার্ডক্লাস বুলশিট এসব ছবি রেফারেন্স হিসেবে দেখিয়ে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।’
তিনি বলেন, ‘এসব ভণ্ড ও প্রতারক থেকে সাবধান! যারা এ কাজ করবে তাদের মুখের ওপর সরাসরি না করে দেওয়ার আহ্বান করছি। এসবের জন্য এতো মানুষ রক্ত আর জীবন দেয়নি।’
(বিনিউজ২৪/১৬জানুয়ারি/এমআই)