একমাসে রেকর্ড সংখ্যক ড্রোন ছুড়েছে রাশিয়া

ছবি সংগৃহীত।

ইউক্রেনে চলতি বছরের জুলাই মাসে রাশিয়ার ড্রোন হামলা রেকর্ড সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে। ২০২৪ সালের জুলাই মাসের তুলনায় ইউক্রেনে ১৪ গুণেরও বেশি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। 

ইউক্রেনের সংবাদমাধ্যমের বরাতে রোববার (৩ আগস্ট) আল জাজিরা জানিয়েছে, রাশিয়া জুলাই মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে।

রাশিয়ার এই ড্রোন হামলার সংখ্যা ২০২২ সালে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার পর থেকে অন্য যেকোনো মাসের চেয়ে বেশি। 

এসব হামলায় কয়েক ডজন মানুষ নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। অনেক বাড়িঘর, একটি কিন্ডারগার্টেন এবং একটি অ্যাম্বুলেন্সসহ বেসামরিক বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর প্রকাশিত তথ্যে দেখা গেছে, রাশিয়া গত মাসে ইউক্রেনে ৬ হাজার ২৯৭টি দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে, যা জুনের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

অন্যদিকে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, জুলাই মাসে রাশিয়া রেকর্ড ৬ হাজার ১২৯টি শাহেদ-ধরনের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১৪ গুণ বেশি। ওই সময় রাশিয়া মাত্র ৪২৩টি ড্রোন হামলা চালিয়েছিল।

ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে বলেন, রাশিয়ান ড্রোন হামলার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ এই পরিসংখ্যান অনুমানের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে।

গত ৯ জুলাই মাত্র এক রাতে রুশ বাহিনী পশ্চিম ইউক্রেনে রেকর্ড ৭৪১টি ড্রোন এবং ডিকয় হামলা চালায়, যা গত বছরের পুরো জুলাই মাসে তাদের চালানো ড্রোনের সংখ্যার চেয়েও বেশি।

৯ জুলাই রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইউক্রেনের সুমি, ডোনেটস্ক এবং খেরসন অঞ্চলে কমপক্ষে আটজন নিহত হন।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনে ‘প্রতিরক্ষামূলক অস্ত্র’ পাঠানোর ঘোষণার একদিন পরই হামলাটি ঘটে।

রাশিয়ার ভারী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা মাসের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। সর্বশেষ গত ৩১ জুলাই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলায় পাঁচ শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৫৯ জন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া এই হামলায় ৩০০টিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এএফপি জানায়, জুলাই মাসে ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, যা জুন মাস ছাড়া এই বছরের যেকোনো মাসের চেয়ে বেশি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছে, জুন মাসে রাশিয়া যে ড্রোন নিক্ষেপ করেছে তার সংখ্যা ছিল জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ, মোট ৫ হাজার ৩৩৭টি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান

৫ আগস্ট বিকেলে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত শাহবাগ

কেউ নিখোঁজ নেই, মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই: মাইলস্টোনের অধ্যক্ষ

রাষ্ট্রের প্রত্যাশা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা: অ্যাটর্নি জেনারেল

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

একমাসে রেকর্ড সংখ্যক ড্রোন ছুড়েছে রাশিয়া

ঢাকায় আজ যেসব পথ এড়িয়ে চলার পরামর্শ দিলো ডিএমপি

এই প্রথম রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন, হাতে ছিলো না হাতকড়া

চুয়াডাঙ্গায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী 

১০

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে পাঁচ

১১

চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন; একমাসের মধ্যে কাজ শুরুর আল্টিমেটাম

১২