নায়িকাদের জীবনের গল্প পর্দায় আনছেন রুনা খান

ছবি সংগৃহীত।

রুপালি পর্দার তারকাদের জীবনের অজানা গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। এটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী। এতে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।

এ ব্যাপারে নির্মাতা আলী জুলফিকার জানিয়েছেন, এরইমধ্যে চরিত্রটির জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যান্য শিল্পীদের বাছাই প্রক্রিয়াও প্রায় শেষ। বছরের শেষ দিকে এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। শুটিং শুরুর আগেই সব প্রস্তুতি শেষ হবে।

এদিকে নতুন এই সিনেমার ব্যাপারে অভিনেত্রী রুনা খান বলেন, এ সিনেমার ব্যাপারে গত শীতে আমার সঙ্গে কথা শুরু হয়। গল্প শোনার পর বেশ ভালো লাগে। পরে চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এতে একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করব আমি।

ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে বরাবরই ভালোবাসি আমি, বিশেষ করে যেগুলো বাস্তবতা উপস্থাপন করে। এ চরিত্রও ঠিক তেমন।

রুনা খান বলেন, এর আগে কখনো নায়িকার চরিত্রে কাজ করা হয়নি। প্রায় ১৭-১৮ বছর আগে টেলিফিল্মে একজন যাত্রার অভিনেত্রী হয়েছিলাম আমি। এবার দর্শকরা আমাকে সিনেমার নায়িকার ভূমিকায় দেখতে পারবেন।

কাজটি নিয়ে খুবই আশাবাদী আমি। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।

এ অভিনেত্রী আরও বলেন, আমরা যারা শোবিজ ইন্ডাস্ট্রিতে আছি, বিশেষ করে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখতে পান। কিন্তু অনেকেই ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা একটি জীবন রয়েছে। অন্য সবার মতো আমাদেরও সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প রয়েছে। এমনই এক নায়িকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনও উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র, কারণ জানাল র‌্যাব

নিখোঁজ মৃণাল কান্তি রায়ের খোঁজ চায় পরিবার

নায়িকাদের জীবনের গল্প পর্দায় আনছেন রুনা খান

হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে ৫ মাস পর পেঁয়াজ আমদানি শুরু

মৎস্য সম্পদ সুরক্ষায় প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

মাই টিভির চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

পিআর পদ্ধতিতে জনগণ বিভ্রান্ত হবে: রিজভী

শেখ হাসিনার বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জেলেনস্কি

১০

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

১১

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

১২