রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তি আবেদন শুরু হবে ২০ নভেম্বর এবং শেষ হবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে, যেখানে মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শিক্ষার্থীরা দ্বিতীয়বারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে— সি ইউনিট (বিজ্ঞান) ১৬ জানুয়ারি, এ ইউনিট (মানবিক) ১৭ জানুয়ারি এবং বি ইউনিট (বাণিজ্য) ২৪ জানুয়ারি। প্রতিটি পরীক্ষা এক ঘণ্টা করে দুটি শিফটে অনুষ্ঠিত হবে— সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৪ বা ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে, প্রতিটিতে কমপক্ষে ৩.০০। বিজ্ঞান শাখার ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৮.০০ এবং প্রতিটিতে ৩.৫০ থাকতে হবে। ও ও এ লেভেল শিক্ষার্থীদের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে বি এবং তিনটিতে সি গ্রেড থাকা বাধ্যতামূলক।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এ ইউনিটে ১,৩২০ টাকা, বি ইউনিটে ১,১০০ টাকা এবং সি ইউনিটে ১,৩২০ টাকা (সার্ভিস চার্জসহ)। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। আবেদন ও অন্যান্য নির্দেশনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। নারী পরীক্ষার্থীরা হিজাব পরতে পারবেন, তবে প্রয়োজনে নারী পরিদর্শকের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে।