ধর্ষণের বিরুদ্ধে রাজপথে নির্মাতারা

ছবি সংগৃহিত।

নারী-শিশুর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্যরা। সেই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এসময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি, সহ-সভাপতিসহ উপস্থিত ছিলেন নাটকের শিল্পী ও নির্মাতারা।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসানের পরিচালনায় ও সভাপতি শহীদুজ্জামান সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান, সকাল আহমেদ, চয়নিকা চৌধুরী, নিয়াজ মাহমুদ চন্দ্রদীপ, এনামুল কবির, লিপি আইস, প্রীতি দত্ত, পাংখা মনির, নাজমুল হুদা, জীবন রয়, রাজ্জাক রাজসহ আরও অনেকে।

এ সময় প্রতিবাদ করে নারী নির্মাতা লিপি আইচ বলেন, নারীদের পাশাপাশি পুরুষদেরও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, পুরুষরা প্রতিবাদ করছেন। কারণ নারী-পুরুষ সম্মিলিতভাবে প্রতিবাদ করলেই এদেশে ধর্ষণ বন্ধ হবে। ধর্ষক এতে লজ্জা পাবে, সবার বিবেক জাগ্রত হবে। 

সহ-সভাপতি ফিরোজ খান বলেন, সামাজিক পারিবারিকভাবে আমরা এখন খুবই সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা আসলে একটা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। বর্তমান সরকার যেন সেই নিরাপত্তা দেয়।

বক্তরা আরো বলেন, কয়েকদিন আগে মাত্র আট বছর বয়সী শিশু নৃশংসভাবে ধর্ষণের হয়েছে, যা জাতির বিবেককে নাড়া দিয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা প্রমাণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নারীরা নিরাপদ নয়। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি এবং নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান নির্মাতারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১০

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১১

গোপালগঞ্জ নিয়ে পরিকল্পনা জানিয়ে নাহিদ ইসলামের স্ট্যাটাস

১২