ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার

ছবি সংগৃহীত ।

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল ৩২ বছর।

মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।

আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সাউথ ডিআইজি সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে ডিফেন্স ফেজ-৬-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সেখানে কয়েক দিন ধরে পড়ে ছিল।

ডিআইজি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট খালি করার জন্য গিজরি থানা পুলিশ ও একজন বেলিফ মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেখানে যায়। দরজায় বহুবার নক করার পরও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান।

দক্ষিণ বিভাগের এসএসপি মঞ্জুর আলী জানান, ২০২৪ সাল থেকে হুমাইরা ভাড়ার টাকা দিচ্ছিলেন না। এজন্য মালিক আদালতের শরণাপন্ন হন এবং ফ্ল্যাট খালি করার নির্দেশ পান। 

প্রতিবেদনে বলা হয়েছে, লাশ দেখে পুলিশ ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়, তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, মরদেহটি ‘গভীর পচন’ অবস্থায় ছিল। কেমিক্যাল বিশ্লেষণের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

তবে প্রাথমিকভাবে কোনো ষড়যন্ত্র বা খুনের আলামত পাওয়া যায়নি। কারণ সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন এসএসপি। 

পুলিশ জানিয়েছে, তার মোবাইল ফোনের যোগাযোগের সূত্র ধরে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ: শিক্ষা উপদেষ্টা

বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রাখল বাংলাদেশ

শুধু শেখ হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব

এক সপ্তাহ পর ফেরত দিল চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ'র গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ

হারুন মাস্টার হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে দোহারবাসী

তলিয়ে গেছে গাজনার বিলের ২০০ বিঘা জমির আমন ধান ক্ষেত

সিরিজ হারের পর যা বললেন মিরাজ

ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার

১০

ফেনীতে ৩ নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস যে বার্তা দিলেন

১২