আজ সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে

ছবি : সংগৃহীত।

মাথায় গুলিবিদ্ধ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ সোমবার  (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং রবিবার রাতে এ তথ্য জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে ফোনে এক জরুরি কল কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। 

গত দুদিন ধরে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করা হয়। আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। 

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। আগামীকাল দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। 

এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। 

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে বাংলাদেশের ৭ ক্রিকেটারের দল পাওয়া নিয়ে শঙ্কা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

এখনো ডিবি কার্যালয়ে আনিস আলমগীর

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে : পরীমনি

পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ল

কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭

আজ সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে

নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ

নিজামী-গোলাম আযমকে সূর্যসন্তান ও দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

১০

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৩৮৭

১১

নির্বাচন ঘিরে রাজনৈতিক নেতাদের প্রোটোকল দেবে পুলিশ

১২