বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

ছবি সংগৃহীত।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) ব্রেন্ট ক্রুড ও মার্কিন তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। গ্যাসঅয়েল ফিউচার্স ছুঁয়েছে গত ১৭ মাসের সর্বোচ্চ অবস্থান। খবর আরব নিউজ

শুক্রবার সৌদি সময় দুপুর ১টা ৫১ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭০.২৫ ডলার। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়েছে ৮৩ সেন্ট বা ১.২৩ শতাংশ, যা গিয়ে ঠেকেছে ৬৮.৩৭ ডলারে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের জবাবে ইইউ তাদের ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে। এতে রাশিয়ার জ্বালানি খাতকে আরও কোণঠাসা করতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

কম সালফারযুক্ত গ্যাসঅয়েল ফিউচার্সের প্রিমিয়াম বেড়ে দাঁড়িয়েছে ২৭.২৭ ডলারে, যা ব্রেন্টের তুলনায় ৩.৫০ ডলার বেশি। ফেব্রুয়ারি ২০২৪ সালের পর এই হার সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, ইইউ’র নিষেধাজ্ঞা এবং ইউরোপে জ্বালানির স্বল্পতা এই বৃদ্ধির মূল কারণ।

জি৭ জোটের জন্য রাশিয়ার তেলের ক্রয়মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৪৭.৬ ডলার। এ ছাড়া, ইইউ এখন থেকে রাশিয়ান ক্রুড থেকে উৎপাদিত কোনো পেট্রোলিয়াম পণ্য আমদানি করবে না। তবে নরওয়ে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ড থেকে আসা পণ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

ইইউ’র পররাষ্ট্রনীতির প্রধান কায়া ক্যালাস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, ভারতের সবচেয়ে বড় রোসহেফট শোধনাগারকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বছর ইউরোপ ও যুক্তরাজ্য মিলিয়ে ভারত থেকে প্রতিদিন গড়ে ১ লাখ ৯৬ হাজার ব্যারেল পরিশোধিত জ্বালানি আমদানি করেছে। এর মধ্যে বেশিরভাগই ডিজেল, গ্যাসঅয়েল এবং জেট ফুয়েল। ইউরোপ স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় তারা দীর্ঘদিন ধরেই আমদানির ওপর নির্ভরশীল।

রয়টার্স জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে তেল রপ্তানি এখনও শুরু হয়নি। যদিও বাগদাদ বলেছে, সরবরাহ তাৎক্ষণিক শুরু হবে। এই দোটানাও বাজারে মূল্য বৃদ্ধির পেছনে কাজ করেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোক্তাদের মাঝে আমদানি নির্ভরতা কমাবে পটল চাষ

৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫০

চুয়াডাঙ্গায় ভুয়া মানবাধিকার কর্মী পরিচয়ে প্রতারণা, নারী সহযোগীসহ যুবক আটক

জবি ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

বিএনপি মহাসচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

পরিণীতি-রাঘবের কোল জুড়ে এলো পুত্র সন্তান

সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ৩

চট্টগ্রাম বন্দরে যানবাহন প্রবেশে বাড়তি মাশুল স্থগিত

১০

দুটি বুলেটপ্রুফ গাড়ির অনুমোদনের পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন বিএনপির

১১

৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

১২