ভারত-পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশের সামনে নতুন সমীকরণ

ছবি : সংগৃহীত।

এশিয়া কাপের সুপার ফোরে আরও একটি একপেশে ম্যাচের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। গ্রুপ পর্বের পর সুপার ফোরের ম্যাচেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের কাছে পাত্তা পেল না পাকিস্তান। 

প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে প্রতিপক্ষ বাংলাদেশ।

রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করেছিল পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ওপেনার অভিষেক শর্মার ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস ভর করে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় ভারত। 

বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান হলেও নেট রানরেটের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও নেট রানরেটে বেশি এগোতে পারেনি। ১ বল হাতে রেখে ম্যাচ জেতার পর টাইগারদের নেট রান এখন +০.১২১। পাকিস্তানকে হারানো ভারতের নেট রানরেট +০. ৬৮৯। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিন শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। বাকি দুটো ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাকি দুটির একটি জিতলে কিংবা দুই ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে।

বাংলাদেশ যদি ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতে সেক্ষেত্রে চলে আসবে নেট রানরেটের হিসাব। আর সেটিতে সমীকরণ মেলাতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে লিটন দাসের দল। অবশ্য শেষ দুই ম্যাচ হেরে গেলেও যদি কিন্তুর ওপর চলে যেতে পারে মহাদেশীয় আসরের ফাইনালে। 

সেক্ষেত্রে ভারতকে পরের দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে সেটা হতে পারে শেষ বলে বা ১ রানের ব্যবধানে। 

সেক্ষেত্রে ভারতের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে। ফলে সুযোগ থাকবে বাংলাদেশেরও। দুবাইয়ে ২৮ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশ দল যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। আপাতত চোখ সুপার ফোরের দুই ম্যাচে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই: পররাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ৬৭৮

ভারত-পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশের সামনে নতুন সমীকরণ

বিসিবি সভাপতির নির্বাচনী চিঠি অবৈধ চেয়ে হাই‌কো‌র্টে রিট

দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনে ১১টি অনিয়মের অভিযোগ তুললো ছাত্রদল

রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন

গানের মঞ্চ থেকেও বিদায় নিচ্ছেন তাহসান

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

লেবাননে ড্রোন হামলা, ৩ মার্কিন শিশুসহ নিহত ৫

১০

রাজধানীতে রাত থেকে টানা বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে

১১

ড. ইউনূসের সফরে জামায়াত ও এনসিপির আরও ২ জন

১২