বিপ্লব পরবর্তী নিপীড়নের বিরুদ্ধে ‘গান মিছিল’ জবি শিক্ষার্থীদের

অবিলম্বে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও জান-মালের নিরাপত্তা এবং নিপীড়নের বিরুদ্ধে গান মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি পুরো ক্যাম্পাস, পোগোজ স্কুল ও লক্ষীবাজার হয়ে আবার শান্ত চত্বরে এসে শেষ হয়।

মিছিলের সময়  ’মুক্তির মন্দিরও সোপান তলে’, ’কারার ঐ লৌহ কপাট’ ’আগুনের পরশমণি’, ’আবার তোরা মানুষ হ’ এসব গান ও কবিতা বলে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এছাড়া শিক্ষার্থীরা ’ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ’লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ’আমার বোন ধর্ষিত কেন, ইউনুস সরকার জবাব চাই,’ ’বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও’ এসব স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের  ইন্টেরিম সরকার নারীদেরকে নিরাপত্তা দিতে পারছে না। আমাদের কেন প্লাকাড হাতে মাইক হাতে এ ধরনের কথা বলতে হচ্ছে? ফ্যাসিস্ট সরকার পতনের পরও কেন নারীদের ক্ষমতায়নের কথা আমাদের বলতে হচ্ছে? বর্তমানে ছিনতাই বেড়েছে অনেকের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে যদি সরকার এসব দমন করতে না পারে তাহলে ক্ষমতা ছেড়ে দেয়া উচিত। আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়া এবং এই মেসেজটা দেয়া যেন তারা একটু হলেও আমাদের দিকে তাকান। যেন আমাদের নিজেদেরকে নিয়ে কথা বলতে না হয়, যেন তারা সচেতন হয়ে আমাদের পাশে দাঁড়ায়।

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ বলেন, “সারাদেশে ধর্ষণ, নিপীড়ন, ছিনতাইসহ নিরাপত্তাহীনতার যে অনিশ্চিত পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ন্যাক্কারজনক বক্তব্য, সেটার তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সকল বিচারের এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করছি।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ’সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন ও মব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এই গান মিছিল।মিছিলের উদ্দেশ্য সারাদেশে বিচার হীনতার যে সংস্কৃতি, এটা রুখে দেওয়া ও জানমালের নিরাপত্তার নিশ্চিত করা। ২৪ এ অভ্যুত্থানের পর অভ্যুত্থান পক্ষের সরকার আসলো, আমাদের আশা ছিল তারা নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু বর্তমানে আমার উল্টো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এই নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই’।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১০

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১১

গোপালগঞ্জ নিয়ে পরিকল্পনা জানিয়ে নাহিদ ইসলামের স্ট্যাটাস

১২