গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার পরিকল্পনা ইসরায়েলের

ছবি: সংগৃহীত ।

গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আটক করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইতোমধ্যেই জাহাজগুলোতে বার্তা পৌছা দেওয়া হয়েছে, এগুলো গাজায় ভিড়তে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে দখলদার বাহিনীটি। এসব ছোট-বড় নৌযানে থাকা ৩৭ দেশের ২০১ জনের বেশি অধিকারকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই রয়েছে ৩০ জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। সুইডেনের অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও এর মধ্যে রয়েছেন।’ আবু কেশেক জানান, আটক ও নৌযান ঘেরাও-এর পরও তাদের মিশন থেমে নেই।

এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে আলোচিত এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রী হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

আবু কেশেক আরও বলেন, ‘এখন বহরটির অন্য ৩০টি নৌযান ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা ঠেকিয়ে এগিয়ে চলেছেন তারা। গাজায় অবরোধ ভাঙতে ভোরের মধ্যেই পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা।’

এর আগে ‘গ্লোবাল ফ্লোটিলা’র একটি নৌযানে ইসরায়েলি বাহিনী জলকামান ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ অক্টোবর) গভীর রাতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বহরের ‘ইউলারা’ নামের নৌযানটিতে জলকামান আঘাত হানে। 

সুমুদ ফ্লোটিলা নামের বহরের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,‘এটি মানবতার সেবায় নিয়োজিত নিরস্ত্র মানুষের ওপর অবৈধ আক্রমণ। আমরা সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাই-অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে।’

অন্যদিকে ১৩টি নৌযান থামিয়ে দিলেও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী অন্য ৩০টি ছোট-বড় জাহাজ ইসরায়েলি বাহিনীর বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। গাজার উপকূল থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো। 

লক্ষ্যস্থল গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে বুধবার রাতে ফ্লোটিলার বহরে বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী।  তাদের অন্তত আটটি নৌযান থামিয়ে দেয়া হয়। সেগুলো হলো—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে আল জাজিরা ও রয়টার্সের খবরে ১৩টি নৌযান থামিয়ে দেয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

নৌযানগুলো থেকে দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে  সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। 

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘হামাস নিয়ন্ত্রিত সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেয়া হয়েছে। আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল সমুদ্রে জলদস্যু ঘেরা ফ্লোটিলা থেকে ড. শহিদুল আলমের সর্বশেষ বার্তা

তেজগাঁওয়ের সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী গ্রেফতার

ফেনীতে বাস উল্টে ৩ জন নিহত

গাজার কাছাকাছি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ; যেকোন মূহুর্তে হামলার শঙ্কা, জাহাজে জরুরি অবস্থা ঘোষণা

ইসরায়েলের বাধার মুখেও গাজার দিকে এগিয়ে যাচ্ছে ৩০ নৌযান

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার পরিকল্পনা ইসরায়েলের

জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে হয়ে গেল নক্ষত্র নারী সংগঠনের বর্ষপূর্তি

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

এবারের ভোট হবে দিনের বেলা, রাতে নয় : ধর্ম উপদেষ্টা

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

১১

ঢাকায় বৃষ্টি থাকবে কতক্ষণ, জানাল অধিদপ্তর

১২