বাংলাদেশ নিয়ে পরিকল্পিত মিথ‍্যাচার চালাচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। তার এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করেছে ঢাকা।

রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দিল্লির মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয় এবং এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। বাংলাদেশ সরকার স্পষ্টভাবে যেকোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাখ্যান করে, যা দেশের বাস্তব পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরে।

বিবৃতিতে আরও বলা হয়, বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসব বিচ্ছিন্ন ঘটনাকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতের বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকে দেয়ার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন, সে প্রসঙ্গে বাংলাদেশ জানায়, ওই ব্যক্তি ছিলেন তালিকাভুক্ত একজন অপরাধী। চাঁদাবাজির সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে জড়িত অবস্থায় তার মৃত্যু ঘটে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রেক্ষাপটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়, বরং বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়।

বিবৃতির শেষাংশে বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের তৎপরতা সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ন করে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

আমাদের সঙ্গে এলডিপি ও এনসিপি যুক্ত হয়েছে : জামায়াত আমির

পাবনায় শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশ নিয়ে পরিকল্পিত মিথ‍্যাচার চালাচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ যুবক আটক

গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনুভা জাবিন

ওসমান হাদি হত্যা: হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

ঢাকা-১৭ আসনে লড়বেন তারেক রহমান

১০

ইউক্রেনকে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা দিলো কানাডা

১১

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

১২