ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও বিতর্কিত সঞ্চালক হিসেবে আলোচনায় থাকেন তিনি। বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব দেখা যায় তাকে।
সোশ্যাল মিডিয়ায় খোলামেলা কথা বলার জন্য অনেক সময় গালাগালও শুনতে হয় তাকে। এমনকি হুমকিও দেয়া হয়। যা সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে এমনটাই লেখেন তিনি।
জয়ের পোস্টের সঙ্গে সহমত পোষণ করে অনেকে মন্তব্য করেছেন। আবার অনেকে জয়কে আক্রমণ করেও মন্তব্য করেছেন। কেউ কেউ পাল্টা যুক্তি কিংবা পরামর্শ দিয়েছেন।