দেশে মোবাইল ফোনের দাম কমাতে উৎপাদিত ফোনের যন্ত্রাংশ ও আমদানি করা মোবাইল ফোনে শুল্ক কমিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শুল্ক ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে। আগে যেখানে ২৫ শতাংশ শুল্ক দিতে হতো, সেখানে এখন ১০ শতাংশ শুল্ক দিতে হবে। এতে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ ৪৩ দশমিক ৪৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগে ৬১ দশমিক ৮০ শতাংশ ছিল।
পাবলিক প্লেসে ধূমপানের ক্ষেত্রে জরিমানা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান করার ক্ষেত্রে জরিমানা বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।
প্রেস সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালসহ সব ধরনের পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এমন উদ্যোগের ফলে ধূমপানের ক্ষতিকর প্রভাব কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রীয় শোকের কারণে এবার বই উৎসব করা সম্ভব হয়নি। তবে আগামী ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণ সম্ভব হবে বলে আশা করছে সরকার।
এদিন সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।