এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের শুরুর একাদশে চমক দেখিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকায় কানাডা থেকে আসা মিডফিল্ডার শমিত সোমকে একাদশের বাইরে রাখা হয়েছে, তবে একাদশে জায়গা পেয়েছেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী।
গত পরশু ঢাকায় নেমে গতকাল জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করেন শমিত সোম। তবে লম্বা ভ্রমণের ক্লান্তি থাকায় কৌশলগত কারণেই তাকে শুরুর একাদশে রাখেননি কোচ। এছাড়া, শুরুর একাদশে জায়াগ পাননি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।
কোচ কাবরেরা আজ দলকে ৪-৪-২ ফর্মেশনে সাজিয়েছেন। গোলপোস্টের নিচে থাকছেন মিতুল মারমা। রক্ষণে সেন্ট্রাল ডিফেন্সে থাকছেন তারিক কাজী ও শাকিল আহাদ। লেফট ব্যাকে সাদ উদ্দিন এবং রাইট ব্যাকে তাজ উদ্দিনকে রাখা হয়েছে।
মধ্যমাঠে হামজা চৌধুরীর সঙ্গে রয়েছেন অভিজ্ঞ সোহেল রানা এবং সোহেল রানা জুনিয়র। তাদের সঙ্গে উইংয়ে দেখা যাবে শেখ মোরসালিনকে। আর আক্রমণভাগে গোলের খোঁজে থাকবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়।
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন ও সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা ও সোহেল রানা জুনিয়র
আক্রমণভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।