ঢাকা অদূরে সাভারের বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৪ ঘণ্টার আবারও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। এতে এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান।