লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক: আলোচনা হতে পারে যেসব বিষয়

নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে, ঠিক সে মুহূর্তে লন্ডনে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এতে বিএনপির পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশাবাদ ব্যক্ত করছেন, চলমান সংকটে নতুন দিশা দেখাতে পারে এই বৈঠক।

সম্প্রতি প্রধান উপদেষ্টা অতিব জরুরি কিছু সংস্কার করে এপ্রিলের প্রথমের দিকে নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিরোধ শুরু হয়। শুরু থেকেই বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচন এগিয়ে নিয়ে আসার কথা বলছেন। তাদের দাবি- রমজান, ঈদ, আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ঘোষিত সময়সীমা নির্বাচন অনুষ্ঠানের জন্য মোটেই উপযুক্ত নয়। এ বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন তীব্র হয়। বিএনপির একাধিক সূত্র জানায়, ড. ইউনূস-তারেকের বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনে দিন-তারিখ চূড়ান্তকরণের বিষয়টি। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিচার ও সংস্কারের বিষয়টিও আলোচনা হতে পারে। যদিও বিচার নিয়ে বেশি কিছু আলোচনার আছে বলে মনে হয় না। কারণ সবাই বিচারের পক্ষে, তবে বিচারটি যেন আন্তর্জাতিক মানদন্ডের ভিত্তিতে হয় তা নিশ্চিতের দাবি জানায় একাধিক রাজনৈতিক দল। 

এদিকে সংস্কার নিয়ে সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বেশ কিছু মতপার্থক্য রয়েছে। বেশ কয়েকটি সংস্কার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও, কয়েকটি গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রশ্নে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, নির্বাচন পদ্ধতিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবে প্রধান রাজনৈতিক দল বিএনপি একমত হতে পারেনি। যে কারণে সংস্কার উদ্যোগের সফলতা নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সেসব বিষয়েও আলোচনা হতে পারে। 

সূত্র বলছে, সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে। কারণ ইশরাকের মেয়র হিসেবে শপথের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিএনপি আন্দোলন করছে। সে বিষয়েও একটা সমাধান আসতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। জুলাই ঘোষণাপত্রের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্র জানায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনাদের থেকে আমরা নির্বাচন বেশি চাই: নাহিদ ইসলাম

যৌন হয়রানির অভিযোগে পাবিপ্রবির শিক্ষক সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত

ঢাকা থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়

চুয়াডাঙ্গায় প্রকৃতি দিবস উদযাপন

রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জুলাইয়ের ২৬ দিনেও কোনো রেমিট্যান্স আসেনি যে ৯ ব্যাংকে

নতুন মামলায় গ্রেপ্তার আমু-গোলাপ

পাবনায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা

চিত্রনায়ক জসীমের কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে রাতুল

১০

বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

১১

খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের

১২