২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ছবি: সংগৃহীত

কুয়াশা সঙ্গী করে দাপটে রয়েছে হাড় হিম করা শীত। ইতোমধ্যে ৭ ডিগ্রির ঘরে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে ২১ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। এছাড়া আগামী ২৪ ঘণ্টায়ও কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও কোথাও কোথাও দাপটে থাকতে পারে শৈত্যপ্রবাহ। আর এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

এদিকে শুক্র ও শনিবার (২-৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরমধ্যে শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে এই সময়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারাদেশে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

তবে শনিবার সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। এছাড়া শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে রোববার ও সোমবার (৪-৫ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এ দু’দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এরমধ্যে রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সোমবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মানিক মিয়া এভিনিউতে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় এসেছেন যেসব দেশের মন্ত্রীরা

ঢাকায় দিল্লি-ইসলামাবাদের শীর্ষ কর্তাদের বৈঠক

খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শেষ বিদায়ে জনতার ঢল

জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি

জিয়া উদ্যানের পথে খালেদা জিয়ার মরদেহ

১০

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

১১

লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

১২