যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) বিকেল ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

এর আগে গত মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

চার দিনের সফরের প্রথম দিনে মঙ্গলবার লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। সাক্ষাতে বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তার

পরদিন বুধবার (১১ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানরত হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

একই দিন লন্ডনে চ্যাথাম হাউজের সংলাপ অংশ নেন প্রধান উপদেষ্টা। যেখানে বাংলাদেশের নির্বাচনসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। পরদিন বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ওইদিন বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিন লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাতে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক: তারেক রহমান

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

১৯ দিনে প্রবাসী আয় ২৪ হাজার কোটি টাকা

ফের মা হচ্ছেন সোনম, অভিনেত্রীর স্বামী বললেন ‘ঝামেলা’

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে উপজেলা চায় চরঅঞ্চলের ৬ ইউনিয়নবাসী

ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

১০

রাবি শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

১১

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ: উপদেষ্টা ড. খলিলুর

১২