যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) বিকেল ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

এর আগে গত মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

চার দিনের সফরের প্রথম দিনে মঙ্গলবার লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স। সাক্ষাতে বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তার

পরদিন বুধবার (১১ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানরত হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

একই দিন লন্ডনে চ্যাথাম হাউজের সংলাপ অংশ নেন প্রধান উপদেষ্টা। যেখানে বাংলাদেশের নির্বাচনসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। পরদিন বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ওইদিন বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিন লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার হাতে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সরকারের সময়েই হাদি হত্যার বিচার শেষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাগর-রুনি হত্যা মামলা: প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৩ বার

দেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি

নাইজেরিয়ায় গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০

ভালো পরিবেশ আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো: সিইসি

ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

ভেনেজুয়েলা সরকার সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে : ট্রাম্প

বাছাইয়ে মনোনয়ন বাতিল ৭২৩, বৈধ ১৮৪২

১০

শীতার্তদের পাশে দাঁড়াল ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ

১১

মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল

১২