জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মরদেহ

ছবি: সংগৃহীত ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। সেখান বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে গুলশান ২ নম্বরে বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন থেকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা দেয়। লাল-সবুজের পতাকাখঁচিত সে অ্যাম্বুলেন্স দুপুর ১২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়।

এর আগে বুধবার সকাল থেকে সংসদ ভবনের সামনের সড়ক মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় জমায় হাজারো জনতা। পুরো মানিক মিয়া অ্যাভিনিউ লোকে লোকারণ্য হয়ে পড়ে। এরপর ভিড় সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকার গেট খুলে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার পরই দক্ষিণ প্লাজা সংলগ্ন দুটি বড় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার স্বামী, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

বিকাল সাড়ে ৩টায় স্বামীর কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস

কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়ার জানাজা শুরু

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায়ের দিনে শোকার্ত বাংলাদেশ

জিয়াউর রহমানের কবরের পাশে বিকাল সাড়ে তিনটায় সমাহিত করা হবে খালেদা জিয়াকে

১০

জাতীয় সংসদের সামনে খালেদা জিয়ার কফিন; শেষ বিদায় জানাতে জনতার ঢল

১১

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

১২