বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ বিষয়ে ‘উচ্চপর্যায়ের কমিশন’ এবং শিক্ষা কারিকুলাম সংস্কারে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করবে বিএনপি।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত শিক্ষক মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন। বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এ সমাবেশ আয়োজন করে।
তিনি বলেন, ‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ ও জাতীয়করণের বিষয়টি ইতিবাচক বিবেচনার জন্য উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে ইনশাআল্লাহ।’
তারেক রহমান আরও জানান, প্রচলিত শিক্ষা কারিকুলামকে যুগোপযোগী করে তুলতে এবং ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপর জোর দিতে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে বিএনপি।
তিনি বলেন, ‘নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন না করতে পারলে এই প্রতিযোগিতার বিশ্বে আমাদের টিকে থাকা কঠিন হবে। তাই শিক্ষকদের সহযোগিতা নিয়েই জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বিএনপি কাজ করবে।’
সমাবেশে তারেক রহমান শিক্ষকদের মর্যাদা ও সম্মান পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সম্মান নিশ্চিত করা ছাড়া একটি আধুনিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। শিক্ষকতাকে সম্মানজনক ও প্রতিযোগিতামূলক পেশায় পরিণত করতেই বিএনপি কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘সমাজে শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে সমাজের ভাবমূর্তি বৃদ্ধি পায়। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তুলতে শিক্ষকরাই সবচেয়ে যোগ্য ভূমিকা রাখতে পারেন।’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়ে তারেক রহমান বলেন, ‘স্বাধীনতা ও বিজয় দিবসের মতো জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে প্রতিটি স্কুলের অন্তত একজন শিক্ষককে আমন্ত্রণ জানানো উচিত। এতে রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।’