জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আলাদা আলাদা ব্যানারে শোভাযাত্রায় যোগ দিয়েছেন।
শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। দেশাত্মবোধক গান, বাউল গান, ঢোলের তালে তালে ও মাইকে স্লোগানে স্লোগানে শোভাযাত্রাটি এগিয়ে যেতে থাকে। স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান, তারেক রহমান আসবেন বীরের বেশে- ইত্যাদি স্লোগান ভেসে আসতে থাকে শোভাযাত্রা থেকে।
এর আগে সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল আকারে নয়াপল্টনে জড়ো হন। নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, শান্তিনগর, মতিঝিলসহ আশপাশের এলাকার অলিগলিতে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। এতে কোরআন পাঠ, দোয়া ও মোনাজাত করেন ওলামা দলের আহ্বায়ক কাজী মো সেলিম রেজা।
নয়াপল্টন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শাহবাগ মোড় যাবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শোভাযাত্রা শেষ হবে।