ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতের ঠিক পরপরই যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্ঘটনাকবলিত বাসটিতে ৩৪ জন যাত্রী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল সড়কে কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায়। দেশটির উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তা যাওয়ার পথে সেন্ট্রাল জাভার সেমারাং শহরের ক্রাপিয়াক টোলওয়ের বাঁক ঘুরতেই বাসটি উল্টে পড়ে।
তিনি জানান, প্রচণ্ড ধাক্কায় কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়েন এবং অনেকে বাসে চাপা পড়ে আটকে যান। খবর পেয়ে প্রায় ৪০ মিনিট পর উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বের করা শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় যাত্রীর। হাসপাতালে নেওয়ার পর আরও ১০ জনের মৃত্যু হয়।
ঘটনায় আহত ১৮ জনকে নিকটস্থ দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
টেলিভিশন সংবাদে দেখা গেছে, উল্টে থাকা হলুদ রঙের বাসটির চারপাশে উদ্ধারকর্মী, পুলিশ ও সাধারণ মানুষ জড়ো হয়েছে এবং আহতদের পাশাপাশি নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। সেন্ট্রাল জাভা পুলিশ প্রধান রিবুত হারি উইবোও হাসপাতালে সাংবাদিকদের বলেন, একজন বিকল্প চালক গাড়িটি চালাচ্ছিলেন এবং তিনি গুরুতর আহত হলেও কথা বলতে পারছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। আহত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিষিদ্ধ মাদকসহ অন্যান্য পদার্থ গ্রহণ করেছিলেন কিনা তা পরীক্ষাও করা হবে।