কেন্দ্র বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

ছবি সংগৃহীত ।

কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি।

আজ রবিবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ।

রিফাত রশীদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই বলেছিলাম, এই ধরনের কোনো কিছুই বরদাশত করা হবে না।’

তিনি বলেন, ‘কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, গঠনের দায়িত্বে যারা ছিল, তারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল-মতের ভিতরে চলে গিয়েছে। তখন দেখা গেছে, তাদেরই শেল্টার, অন্য রাজনৈতিক দলের শেল্টারে অনেক সময় জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা যারা, তাদের অনেকে বিপথগামী হয়েছে। এর মাধ্যমে তাদের মাঝে কিছু করাপশনের বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি।’

রিফাত রশীদ বলেন, ‘এই মুহূর্তে কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল, সেখানে চারজন উপস্থিত ছিলেন। তাদের সম্মিলিত সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্র বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

সড়ক দূর্ঘটনায় তিনজন নিহতের মামলায় পাবনা এক্সপ্রেস’র চালক সানোয়ার গ্রেপ্তার

অতি জোয়ারে বেড়িবাঁধে ভাঙন,উপকূলে আতঙ্কে হাজারো গ্রামবাসী, বরাদ্ধ সঙ্কটে সংস্কার 

মনপুরায় ট্রলার থেকে তিন জেলেকে অপহরণ

যুক্তরাষ্ট্র থেকে ২৫ টি বোয়িং বিমান কেনার অর্ডার দিয়েছে বাংলাদেশ

ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল: আপিল বিভাগ

চীন থেকে জরুরি চিকিৎসা সহায়তা পেল বাংলাদেশ

সোমবারের মধ্যে দলগুলোর কাছে যাবে জুলাই সনদের খসড়া : আলী রীয়াজ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু, ১৫টি বাড়িতে আগুন

১০

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

১১

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি

১২