ভারতের ত্রিপুরায় বুধবার (১৫ অক্টোবর) গণপিটুনিতে নিহত হন তিন বাংলাদেশি নাগরিক। তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারত সরকারের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায় ‘এই জঘন্য অপরাধ মেনে নেওয়া যাবে না। এটি মানবাধিকার এবং আইনের শাসনের লঙ্ঘন।’ এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিহত বাংলাদেশি নাগরিকদের ‘চোরাচালানকারী’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘গরু চুরির চেষ্টা করেছিল তারা।’ জয়সওয়াল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে গত ১৫ অক্টোবর ত্রিপুরায় একটি ঘটনা ঘটে, যেখানে তিনজন বাংলাদেশি পাচারকারী নিহত হন। বাংলাদেশ থেকে ওই তিনজন দুর্বৃত্ত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরির চেষ্টা করে।’
তিনি আরও বলেন, ‘তারা স্থানীয় গ্রামবাসীদের ওপর লোহার রড এবং ছুরি দিয়ে আক্রমণ করে, তাদের আহত করে এবং একজন গ্রামবাসীকে হত্যা করে। এরপর অন্যান্য গ্রামবাসীরা আক্রমণকারীদের প্রতিরোধ করে।’