পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সোমবার ভারী অস্ত্রধারী সশস্ত্র ব্যক্তিরা একাধিক ব্যাংক লুট করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে এক পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের এই অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়ালেও এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি।
পাঞ্জগুর জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটি ছিল একটি সংগঠিত লুট, যেখানে অন্তত তিনটি ব্যাংক থেকে প্রায় ১৫ কোটি পাকিস্তানি রুপি লুট করা হয়েছে।
’ তিনি পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, ‘তারা আরো দুটি ব্যাংক লুটের চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হলে পালিয়ে যেতে বাধ্য হয়।’
ওই কর্মকর্তা জানান, সংঘর্ষে অন্তত এক পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হন। গুলিবিনিময়ের মধ্যে এক দোকানিও নিহত হন।
জেলার এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২টি মোটরসাইকেল ও চারটি গাড়িতে করে ৫০ থেকে ৬০ জন সশস্ত্র ব্যক্তি সেখানে আসে।
তিনি দাবি করেন, তারা ছিল বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্য। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় ও প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ প্রদেশ হলেও এটি দেশটির সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর একটি।
বিএলএ এই অঞ্চলে সক্রিয় একাধিক জাতিগত ও সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অন্যতম। পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
গোষ্ঠীটি বিদেশি স্বার্থের জন্য বড় হুমকি হিসেবে দেখা হলেও তারা নিরাপত্তা বাহিনী এবং প্রদেশের বাইরে পাকিস্তানিদেরও লক্ষ্যবস্তু করেছে।
চলতি বছরের মার্চে এই গোষ্ঠীটি ৪৫০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ট্রেন দখল করে নেয়। দুই দিনব্যাপী সেই অবরোধে অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়।