২০১১ সালে ভারতে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। সেই সময়ে জাতীয় দলের হয়ে কোনা ট্রফি জিততে পারেননি এই ফরোয়ার্ড। বর্তমানে ক্যারিয়ার পড়তির দিকে হলেও বর্তমানে নামের পাশে বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জুড়ে আছে মেসির সঙ্গে। সেই পরিণত মেসি আবারও যাচ্ছেন ভারতে।
আগে থেকেই গুঞ্জন ছিল আগামী ডিসেম্বরে ভারতে যেতে পারেন মেসি। এবার আর্জেন্টাইন জাদুকর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে পা দেবেন, আগাম সেই উচ্ছ্বাসও জানিয়ে দিলেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। কোন কোন শহরে তিনি যাবেন সেটিও প্রায় চূড়ান্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল বৃহস্পতিবার মেসি লিখেছেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামগুলোতে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।’
৩৮ বছর বয়সী অভিজ্ঞ এই ফুটবলার আরও বলেন, ‘এই ইভেন্টগুলোর টিকেট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।’ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন মেসি।