কার সঙ্গে গভীর প্রেমে জড়িয়েছিলেন শবনম ফারিয়া

ছবি সংগৃহিত।

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। একসময় পর্দায় নিয়মত দেখা যেত তাকে। এখন আর খুব একটা দেখা যায় না। তবে বিভিন্ন রিয়েলিটি শোয়ের অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে মাঝে মধ্যে হাজির হয়ে থাকেন এ অভিনেত্রী।

তার ফেসবুক ওয়ালে এসব বিষয়ে প্রায়ই পোস্ট দেখা যায়। নিজের কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়েও তিনি পোস্ট দিয়ে থাকেন। বৃহস্পতিবার একটি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে তিনি নিজের প্রেমজীবনের এক অজানা গল্প শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন, যার সঙ্গে প্রেম করেছেন সে না জানিয়েই যুক্তরাষ্ট্রে চলে যায়।

আর জীবন নিয়ে যতবারই উত্তেজিত হয়েছেন, সেটিই জীবন থেকে ফসকে গেছে।

নিজের ফেসবুক পোস্টে প্রেমের অধ্যায় সম্পর্কে অভিনেত্রী লেখেন, কয়েক বছর আগে গভীর প্রেমে পড়েছিলাম। মনে হয়েছিল জীবনের সব কঠিন মুহূর্ত আমাকে তার কাছে নিয়ে আসার জন্যই ছিল। এক বছর সবকিছু ঠিকঠাক চলছিল।

একদিন হঠাৎ করেই সে হারিয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত কোনো খোঁজ পেল না তার। একমাস পর জানতে পারলাম যুক্তরাষ্ট্র গিয়ে সে আশ্রয়ের জন্য আবেদন করেছে। কখনো আর ফিরে আসবে না।

এ অভিনেত্রী লিখেছেন, যখনই জীবনে কোনো কিছু নিয়ে সত্যিকার অর্থে উত্তেজিত হই, তখনই ফসকে যায় সেটা। মনে হয় জীবনের জন্য যেন আলাদা করে কোনো চিত্রনাট্য লেখা আছে। তবে নিজেকে এই ভেবে সান্ত্বনা দেই যে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি হয়তো আমাকে এমন কিছু থেকে রক্ষা করেন, যা দেখতে পাই না আমি। এরপরও প্রশ্ন থেকে যায়, উত্তেজিত হওয়া কীভাবে বন্ধ করব? কেননা, উত্তেজনার পরের পতনটি যেন দ্বিগুণ কষ্টদায়ক।

একসময় পর্দায় নিয়মিত থাকলেও বর্তমানে নিজেকে কিছুটা আড়াল রাখতে দেখা যাচ্ছে শবনম ফারিয়াকে। পর্দায় আগের মতো নিয়মিত নেই। তবে নতুন এক অধ্যায় শুরু করেছেন এ অভিনেত্রী। বিচারক হিসেবে পর্দায় দেখা মিলছে তার। এনটিভির কমেডি অনুষ্ঠান মার্সেল হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসেছেন তিনি।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

১০

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১১

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১২