ট্রাম্পের জরুরি বৈঠক সম্পর্কে যা জানা গেল

ছবি সংগৃহীত ।

ইরান-ইসরাইল চলমান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে একটি জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইসরাইলের সাথে যোগ দেবে কিনা, তা নিয়েই এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। 

বিসিসি সুত্রে জানা যায়, এদিন বৈঠকে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে মতামতের পরিপূর্ণ মিল হয়নি বলেও জানা গেছে।

এর আগে গত কয়েকদিন ধরে ইরানকে আলোচনায় ফেরার জন্য আহ্বান জানিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংগঠিত যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা, এ নিয়ে বিবেচনা শুরু করেন দেশটির প্রেসিডেন্ট। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ জুন) ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার ব্যাপারে আলোচনা হয়।

এদিনের বৈঠকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ইরানের ফোরদো শহরে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নাম উঠে আসে। কেন্দ্রটি ভূগর্ভে অবস্থিত, যা কেবল যুক্তরাষ্ট্রের বিশেষ এক ধরনের বোমাই ধ্বংস করার সক্ষমতা রাখে বলে ধারণা করা হয়।

হামলার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে এখনো মতামতের মিল হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যম বলছে, বৈঠক শেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কিন্তু কী ব্যাপারে বা তাদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, সেটি জানা যায়নি।

এদিকে গত তিনদিনে অন্তত ৩০টি মার্কিন সামরিক ট্যাংকার বিমান, যা আকাশে যুদ্ধবিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করে, সেসব ইউরোপ পাঠানো হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান

৫ আগস্ট বিকেলে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত শাহবাগ

কেউ নিখোঁজ নেই, মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই: মাইলস্টোনের অধ্যক্ষ

রাষ্ট্রের প্রত্যাশা শেখ হাসিনার সর্বোচ্চ সাজা: অ্যাটর্নি জেনারেল

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

একমাসে রেকর্ড সংখ্যক ড্রোন ছুড়েছে রাশিয়া

ঢাকায় আজ যেসব পথ এড়িয়ে চলার পরামর্শ দিলো ডিএমপি

এই প্রথম রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন, হাতে ছিলো না হাতকড়া

চুয়াডাঙ্গায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী 

১০

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে পাঁচ

১১

চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন; একমাসের মধ্যে কাজ শুরুর আল্টিমেটাম

১২