চবিতে ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ছবি : সংগৃহীত।

আগামী ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এবারের প্রতিটি ইউনিটে ভর্তি ফি ১ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদে ভর্তি ফি কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থা কর্মসূচি পালন করে তারা। 

শিক্ষার্থীরা জানান, প্রতিটি ইউনিটে ১ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করা হয়েছে। আগামী রোববারের মধ্যে ফি কমানো না হলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারিও দেন তারা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘ফি এর নামে জুলুমবাজি মানি না, মানবো না’, ‘ভর্তি ফি কমাতে হবে’, ‘তরুয়ার ক্যাম্পাসে জুলুমবাজি চলবে না’ এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, গত বছরও আমরা ভর্তি ফি কমানোর দাবি জানিয়েছিলাম। তখন প্রশাসন জানিয়েছিল পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন আর সম্ভব নয়। কিন্তু এবারও ফি কমানো হয়নি। 

অনেক গরিব শিক্ষার্থী এই উচ্চ ফি দিয়ে আবেদন করতে পারে না। আমরা চাই সব শিক্ষার্থী যেন সমানভাবে পরীক্ষায় অংশ নিতে পারে। তাই অবিলম্বে ফি কমাতে হবে।

ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, প্রতিটি ইউনিটে ১ হাজার টাকা ভর্তি ফি শুধু অন্যায় নয়, এটি রীতিমতো জুলুম। ক্যাম্পাস কি শুধু এলিট শ্রেণির জন্য? গরিব শিক্ষার্থীরা কীভাবে আবেদন করবে? আমরা অনেকবার ফি কমানোর আহ্বান জানিয়েছি।

 এবারও বলছি আপনারা যে ফি নির্ধারণ করেছেন, তা দ্রুত কমাতে হবে। রোববারের মধ্যে কমানো না হলে প্রশাসনিক ভবনে তালা লাগানো হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে এলো নতুন নোট ফিচার, জেনে নিন ব্যবহারের উপায়

চবিতে ভর্তি পরীক্ষার ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৬১৫

চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই: কৃষি উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নতুন সিনেমায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

১০

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের জয়

১১

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

১২