পবিপ্রবিতে ‘বিশ্ববিদ্যালয়ের অর্জন’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত

ছবি সংগৃহিত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয়ের অর্জন’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রিসার্চ অ্যান্ড ট্রেইনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রশিদের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. মাসুদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ নেসার উদ্দিন। এছাড়া গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ, অধ্যাপক ড. মোঃ খোকন হোসেন ও অধ্যাপক ড. মোঃ সাজেদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অনেকদূর এগিয়েছে, তবে আরও নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে গবেষণার প্রতিটি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ বলেন, মানবকল্যাণে পরিচালিত গবেষণাই প্রকৃত ইবাদত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

১০

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১১

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১২