সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

ছবি সংগৃহিত।

মূল বেতনের সঙ্গে রানিং এলাউন্সসহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা এতে বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল। কমলাপুর স্টেশন থেকে গতকাল রাত পৌনে একটায় পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাবার পর আর কোনো ট্রেন যাত্রা করেনি। 

এই কর্মবিরতির কারণে (২৭ জানুয়ারী) সোমবার মধ্যরাতের পর ঢাকার কমলাপুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বলে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “ট্রেন চলাচল বন্ধ আছে। যাত্রীদের অনেকে আসছেন। আমরা টিকেট কাউন্টার থেকে তাদের ফেরত দিচ্ছি।”

কমলাপুরে গিয়ে দেখা যায়, কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেলস্টেশনে আজ তাদের অপেক্ষা।

তারা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতে মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

এক নারী যাত্রী বলেন, আমার সঙ্গে ২টা বাচ্চা রয়েছে এখন শুনছি ট্রেন চলবে না। বাচ্চাদেরকে নিয়ে কীভাবে যাবো, চিন্তায় পড়ে গেলাম। 

আরো এক যাত্রী বলেন, ট্রেন ধরার জন্য আগেভাগেই এসেছি। কিন্তু এখন এসে দেখি বলছে, অবরোধ চলছে। তাই ট্রেন চলবে না। এতে তো সমস্যায় পড়ে গেলাম।

বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালকদের সংগঠন রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

যাত্রীদের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে। ২৮ জানুয়ারি সোয়া ৯টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় এ কথা জানান। 

ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা তাদের ক্রয়কৃত রেল টিকিট ব্যবহার করেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন।

এই বিকল্প বাস সেবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চালু থাকবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান এই জনসংযোগ কর্মকর্তা।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গে যা বললেন সাকিব

নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

দেশ ছাড়লেন শাকিব খান, ভক্তদের মনে নানান প্রশ্ন

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি: প্রেস উইং

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

হঠাৎ চীন সফরে জয়শঙ্কর

পলাতক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের বিচার শুরু

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতিকে স্বাগত বিএনপির

১০

আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

১১

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ, যেভাবে কিনবেন

১২