চলতি মাসেই হবে চন্দ্র ও সূর্যগ্রহণ, দেখা যাবে না বাংলাদেশ থেকে

ছবি সংগৃহীত

চলতি বছরের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ দেখা যাবে মার্চ মাসেই। ২০২৫ সালে দুটি আংশিক সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম আংশিক সূর্যগ্রহণ হবে চলতি মাসের ২৯ তারিখ। তবে এর আগেই ১৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তখন চাঁদটি একটি আকর্ষণীয় লালচে রঙ ধারণ করবে যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

চলতি মাসের বৃহস্পতিবার (৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক ও আর্কটিক মহাসাগর, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে। উত্তর আমেরিকায় এটি সূর্যোদয়ের সময় অনুষ্ঠিত হবে, ফলে সেখান থেকে সবচেয়ে ভালোভাবে এটি দেখা যাবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে এই সূর্যগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যায় ৬টা ১৩ মিনিট পর্যন্ত। অন্তত চার ঘণ্টা এর স্থায়িত্বকাল থাকবে। বিকাল ৪টা ১৭ মিনিটের দিকে চাঁদ সূর্যকে আংশিকভাবে ঢেকে ফেলবে।

এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত থেকে এর দেখা মিলবে না।

মহাজাগতিক এই ঘটনাটি ঘটে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে এবং সরাসরি পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে। ফলে সূর্যের আলো আটকে যায় এবং পৃথিবী পৃষ্ঠে একটি কালো ছায়া পড়ে।

চন্দ্রগ্রহণ খালি চোখে নিরাপদে দেখা গেলেও সূর্যগ্রহণ সরাসরি দেখা উচিত নয়। কারণ এর ফলে চোখের রেটিনা ক্ষতি হতে পারে। এজন্য সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় চোখের সুরক্ষা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এ বছর দুটি সূর্যগ্রহণ দেখা যাবে। যার মধ্যে একটি আগামী ২৯ মার্চ এবং দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে ২১ সেপ্টেম্বর। 

এছাড়া এ বছর দুটি চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার একটি আগামী ১৪ মার্চ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে ৭ সেপ্টেম্বর। আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এলাকায় চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে। বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

নিখোঁজের ১৪ ঘণ্টা পর সেই শিশুর মরদেহ উদ্ধার

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ

বাংলাদেশের সঙ্গে আলোচনা নিয়ে যা বললো পাকিস্তান

ধানে আর্সেনিকের ঝুঁকি, শঙ্কায় বাংলাদেশসহ কৃষিনির্ভর দেশ

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

কাফনের কাপড় মাথায় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ভরসা রাখুন এই ৬ ফলে

১০

দর্শনা ইমিগ্রেশনে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

১১

জুমার দিনে যে সময়ের দোয়া বেশি কবুল হয়

১২