চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস

ছবি সংগৃহিত।

ইসরায়েলি চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে রেড ক্রসের কাছে ওই চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন: "চারটি মরদেহ কিছুক্ষণ আগে হস্তান্তর করা হয়েছে। আমরা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য অপেক্ষা করছি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে কড়া সেনা পাহারায় ৬২০ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেয়া হয়। একইদিন রেড ক্রসের কাছে ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। এর আগে অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের হস্তান্তর করেছে হামাস। কিন্তু এবার ইসরায়েলের দাবির মুখে কোনো ধরনের অনুষ্ঠান ছাড়াই এই বিনিময় হলো।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে চার জিম্মির মৃতদেহ ফিরে এসেছে। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। 

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহও হস্তান্তর করে তারা। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয়ার কথা ছিল ইসরায়েলের। কিন্তু হামাস জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে অভিযোগ তুলে বন্দিদের মুক্তি স্থগিত করে ইসরায়েল।

তবে হামাস যাদের হস্তান্তর করতে সম্মত হয়েছিল এই চারটি মরদেহ তাদের কিনা তা এখনও নিশ্চিতের অপেক্ষা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

১০

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১১

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১২