উল্লাপাড়ায় মালচিং পদ্ধতিতে চাষাবাদে স্বপ্ন বুনছে কৃষক

উল্লাপাড়ায় মালচিং পদ্ধতিতে চাষাবাদে স্বপ্ন বুনছে কৃষক।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালচিং পদ্ধতিতে উচ্চ মু্ল্যের বিভিন্ন জাতের সবজি জাতীয় ফসল উৎপাদন করে লাভবানের আশায় দিন গুনছে কৃষক।

উপজেলার পারসোনতলা, দূর্গানগরসহ বেশ কিছু এলাকায় মালচিং পদ্ধতিতে নানান জাতের ফসল চাষ করা হচ্ছে। প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি) সংস্থার মাধ্যমে কৃষি ইউনিট (কৃষিখাত) প্রোগ্রামের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমের আর্থিক ও কারিগরি সহযোগিতা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। পারসোনতলা গ্রামের ১২ জন কৃষক ১৫ বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে রঙিন ফুলকপি, বাঁধাকপি, রেড ক্যাবেজ, স্কোয়াশ,মরিচ, বেগুন, লাউসহ ফসল চাষ করেছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তারা স্বপ্ন বুনছেন তাদের উৎপাদিত এসব ফসল বাজারে বিক্রি করে লাভবান হওয়ার। মালচিং পদ্ধতিতে চাষাবাদে তাদের সহযোগীত করছেন প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি) নামে একটি সংস্থা। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত তদারকি ও কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন। 

এই প্রকল্প সম্পর্কে কৃষি ইউনিট এর ফোকাল পার্সন মোঃ মামুনুর রহমান বলেন, ক্ষুদ্রঋণ সদস্যের আর্থ সামাজিক ও উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণের জন্য তিনটি শাখার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে কৃষকরা উন্নত প্রযুক্তি ও নতুন জাত পাচ্ছে, ফলে তাদের আয় বাড়ছে। 

সংস্থায় কর্মরত কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষ বলেন , চলতি মৌসুমে অত্র এলাকায় ব্যাপকভাবে মালচিং পদ্ধতি সাড়া ফেলেছে, প্রত্যেকটি ফসলের অবস্থা খুবই ভালো, ফলন ও বাজার মূল্য ভালো পাবে বলে কৃষকরা আশা করছেন। 

এ বিষয়ে উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত জানান, মালচিং একটি লাভবান পদ্ধতি এতে এ পদ্ধতিতে কৃষকরা চাষাবাদে সহজে লাভবান হয়। এখানে মালচিং পদ্ধতিতে চাষাবাদকৃত কৃষকদের পরামর্শ প্রদান করছি। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১০

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১১

গোপালগঞ্জ নিয়ে পরিকল্পনা জানিয়ে নাহিদ ইসলামের স্ট্যাটাস

১২