খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় বিএনপির স্থায়ী কমিটির

শনিবার (৭ জুন) রাতে গুলশানের তার বাসা ‘ফিরোজা’য় নেতৃবৃন্দের সঙ্গে এই শুভেচ্ছা অনুষ্ঠান হয়।

সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত। আমাদের নেত্রীকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং বিএনপি অনেক সফলতা অর্জন করেছে তার নেতৃত্বে…যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমরা স্বাভাবিকভাবে নতুনভাবে অনুপ্রাণিত হই।

তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে, গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ এবং তিনি যে বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থা রাষ্ট্রের উপকার করতে পারে না। আমরা সেই নেত্রীর সঙ্গে দেখা করেছি… সবাই সন্তুষ্টচিত্তে ফিরে যাচ্ছি। আরও সিনিয়র নেতারা আছেন তারা দেখা করবেন।

মির্জা ফখরুল বলেন, এইটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ইনশাল্লাহ ভালো আছেন।

তিনি আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে তার জন্য দেশের জন্য দোয়া করতে বলেছেন।

এর আগে রাত সাড়ে ৮টায় ফিরোজায় প্রবেশ করেন বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন।

স্থায়ী কমিটির সদস্যগণের সাক্ষাতের পর দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, আফরোজা খানম রিতা প্রমুখ দলের প্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়াল

পাবিপ্রবিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল বুথ উদ্বোধন

শিক্ষকদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বার্তা

টেকসই নগরায়ণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাদ পড়লেন চিত্রনায়ক ফেরদৌস

আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল

সিরিজ জয়ের মিশনে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভোলায় ২ হাজার গাছ রোপণ করেছে গ্রামবাসী

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা আরও বাড়াল সরকার

১০

সিরাজগঞ্জে নবজাতক চুরি মামলায় নারীর কারাদণ্ড

১১

আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষক

১২