আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে সাধারণ মানুষের নতুন সমীকরণ

ছবি: সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে একদিনে যেমন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি), তেমনি অন্যদিকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কার দিকে ভিড়বে, সেই হিসাব-নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে।

 

সাধারণ মানুষ মনে করছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণ আগের মতো খাটবে না। অন্যদিকে নির্বাচন বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার রেখে যাওয়া ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে।

 

 

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ইমেজ তলানিতে গিয়ে ঠেকেছে। শুধু আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক। তবে আসন্ন নির্বাচনে তারা কোন দিকে ভিড়বে, সেই প্রশ্নে আছে মিশ্র প্রতিক্রিয়া।

 

কেউ বলছেন, আওয়ামী লীগের ভেতরে অনেক ভালো লোকও আছে, এজন্য আওয়ামী লীগের নির্বাচন করা দরবার। তবে যাদের অভিযুক্ত করা হয়েছে, তাদের নির্বাচন থেকে বহিষ্কার করা উচিত। আবার কেউ কেউ বলছেন, সাধারণ মানুষ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করে নিয়েছে। ফ্যাসিস্ট হিসেবে দলটিকে দোষী করেছে। সে অভিযোগ থেকে আসলে তাদের মুক্ত হওয়া উচিত।

 

তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণের বিষয়টি মাথায় রেখে নির্বাচনে আওয়ামী লীগকে যোগ করার পক্ষে কোনো কোনো মহল। কিন্তু জুলাই গণহত্যার অমীমাংসিত হিসেবের মধ্যে এমন বিষয় সরলভাবে দেখছে না শহিদ পরিবারগুলো। শহিদ মাহফুজুর রহমান মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আওয়ামী লীগ যদি এবারের নির্বাচনে অংশগ্রহণ করে তবে এটি শহিদ পরিবার ও ২০ হাজারের বেশি আহতদের সঙ্গে সবচেয়ে বড় বেইমানি হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পানি সংকট

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

গণভোটের ব্যালট পেপার কোন রঙের হবে, জানালেন ইসি সচিব

উল্লাপাড়ার সেই বিতর্কিত মাদ্রাসা সুপারসহ ৪ জন বরখাস্ত

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৬৩৩, একজনের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুন

সিরাজগঞ্জে শীতকালীন সবজিতে বাজার ভরপুর : দামে কমতি নেই

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ হবে আগামী নির্বাচন: ইসি সানাউল্লাহ

অনলাইনে রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

১০

২৯ নভেম্বর পরীক্ষামূলক ভোটিং করবে ইসি

১১

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

১২