আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে সাধারণ মানুষের নতুন সমীকরণ

ছবি: সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে একদিনে যেমন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি), তেমনি অন্যদিকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কার দিকে ভিড়বে, সেই হিসাব-নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে।

 

সাধারণ মানুষ মনে করছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণ আগের মতো খাটবে না। অন্যদিকে নির্বাচন বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার রেখে যাওয়া ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে।

 

 

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ইমেজ তলানিতে গিয়ে ঠেকেছে। শুধু আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক। তবে আসন্ন নির্বাচনে তারা কোন দিকে ভিড়বে, সেই প্রশ্নে আছে মিশ্র প্রতিক্রিয়া।

 

কেউ বলছেন, আওয়ামী লীগের ভেতরে অনেক ভালো লোকও আছে, এজন্য আওয়ামী লীগের নির্বাচন করা দরবার। তবে যাদের অভিযুক্ত করা হয়েছে, তাদের নির্বাচন থেকে বহিষ্কার করা উচিত। আবার কেউ কেউ বলছেন, সাধারণ মানুষ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করে নিয়েছে। ফ্যাসিস্ট হিসেবে দলটিকে দোষী করেছে। সে অভিযোগ থেকে আসলে তাদের মুক্ত হওয়া উচিত।

 

তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণের বিষয়টি মাথায় রেখে নির্বাচনে আওয়ামী লীগকে যোগ করার পক্ষে কোনো কোনো মহল। কিন্তু জুলাই গণহত্যার অমীমাংসিত হিসেবের মধ্যে এমন বিষয় সরলভাবে দেখছে না শহিদ পরিবারগুলো। শহিদ মাহফুজুর রহমান মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আওয়ামী লীগ যদি এবারের নির্বাচনে অংশগ্রহণ করে তবে এটি শহিদ পরিবার ও ২০ হাজারের বেশি আহতদের সঙ্গে সবচেয়ে বড় বেইমানি হবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর হবে ১৫ অক্টোবর

রাষ্ট্রচিন্তক ও গবেষক ইমরান মাহফুজের জন্মদিনে কবি ফয়সাল আহমেদের শুভেচ্ছা

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

লিবিয়া থেকে দে‌শে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

গণতন্ত্র পুনরুদ্ধারে জেহাদের আত্মত্যাগ চিরস্মরণীয়- খান সাঈদ

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা

শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ আটক ২

দেশজুড়ে ভারি বর্ষণের শঙ্কাসহ বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি

১০

আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে সাধারণ মানুষের নতুন সমীকরণ

১১

আজকের নামাজের সময়সূচি

১২