আনিসুল, সালমান, ইনু, মেননসহ ৮ জন নতুন চার মামলায় গ্রেপ্তার

সংগৃহিত ছবি।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা, হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনায় রাজধানীর পৃথক থানায় নতুন চার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আট জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। মামলাগুলো হত্যা, হত্যাচেষ্টা ও অপহরণের।

গ্রেপ্তার দেখানো অন্য ছয়জন হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আনিসুল হকসহ আটজনকে আজ সোমবার সকাল সাড়ে সাতটার পর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সকাল ৯টার পর তাদের আদালতের এজলাসকক্ষে তোলা হয়। গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হলে তাদের আবার কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা জিসান হত্যা মামলায় আনিসুল, সালমান, ইনু, মেনন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

অন্যদিকে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা শামীম হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহ্‌মেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেন।

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা স্বেচ্ছাসেবক দলের নেতা এনামুল হককে অপহরণ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আর মোহাম্মদপুর থানায় দায়ের করা শাহরিয়ার হোসেন হত্যা মামলায় সাদেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত দুটি আবেদনই মঞ্জুর করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট থেকে আনিসুল ও সালমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এরপর বিভিন্ন সময় পলক, ইনু, মেননসহ অন্যরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

বিএনপিকে নিশ্চিহ্ন করার কর্মসূচি করবেন না- মির্জা আব্বাস

রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

কঠিন লড়াই আসছে, প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

সময় যতই লাগুক অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে- আসিফ মাহমুদ

গোপালগঞ্জে সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সুদানের উত্তর করদোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা

দ্রুজ-বেদুইন সংঘর্ষে জড়ালো সিরিয়ার সেনা, আক্রমণ চালাচ্ছে ইসরাইল

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

ঢাকায় মহাসমাবেশ সফল করতে উল্লাপাড়ায় জামায়াতের স্বাগত মিছিল

১০

গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য

১১

চুয়াডাঙ্গায় জামায়াতের সাংবাদিক সম্মেলন

১২